Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

আমাদের অর্জনসমূহ

বিগত 10 বছরের আর্থ সামজিক উন্নয়ন

  1. ডিজিটাল কনটেন্ট এর মাধ্যমে ক্লাশ গ্রহণ
  2. ৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সামগ্রী প্রদান( ল্যাপটপ, প্রজেক্টর, স্কিন, মডেম ও পেইন ড্রাইভ)
  3. প্রতিষ্ঠানে শেখ রাসেল ল্যাপ স্থাপন 15 শিক্ষা
  4. মাঠ পর্যায়ে জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন
  5. শিক্ষাক্রম ২০১২ বাসত্মবায়নের অংশ হিসেবে প্রতি প্রতিষ্ঠানে কমবেশী ৫ জন করে শিক্ষক কে প্রশিক্ষণ প্রদান
  6. ডিজিটাল বাংলাদেশ নির্মানের লক্ষ্যে প্রতি প্রতিষ্ঠান হতে কমবেশী ৪ জন করে ১৪ দিন/৫দিন/৩দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়।
  7. উপবৃত্তি কার্যক্রম আধুনিকায়নের অংশ হিসেবে রকেট/বিকাশের মাধ্যমে উপবৃত্তি বিতরণ শিক্ষক
  8. শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতা আয়োজন
  9. জাতীয় শিক্ষা সপ্তাহ এর মাধ্যমে সেরা শিক্ষার্থী, সেরা শিক্ষক, সেরা প্রধান শিক্ষক, সেরা মাদ্রাসা প্রদান, সেরা কলেজ প্রধান, সেরা বিএনসিসি, সেরা স্কাউট, সেরা গালর্স গাইড, সেরা শিক্ষা বিদ্যালয়, সেরা মাদ্রাস, সেরা কলেজ, সেরা স্কাউট শিক্ষক, সেরা বিএনসিসি শিক্ষক ইত্যাদি প্রতিযোগীতার আয়োজন করা।
  10. জীবনকে সুন্দর ভাবে পরিচালনা  করার জন্য প্রতি প্রতিষ্ঠান হতে কমবেশী ৩জন করে শিক্ষককে জীবন দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  11. সকল শিক্ষককে শিক্ষক বাতায়নে সদস্য করা হয়েছে
  12. শিক্ষক বাতায়ন হতে ডিজিটাল কনটেন্ট ডাউনলোড করে ক্লাশ গ্রহণ
  13. ভাল কনন্টেট তৈরী করে শিক্ষক বাতায়নে আপলোড করা
  14. শিক্ষার্থীগণকে শিক্ষক বাতায়নে সদস্য করা
  15. কিশোর বাতায়নে শিক্ষার্থীদের সদস্য করা
  16. ইএমআইস/বেনবেইস ওয়েব সাইডে অনলাইন ডাটা আপলোড করা
  17. অন লাইন শিক্ষক জরিপ
  18. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ব্রডব্যান্ড ইনটারনেট সংযোগ স্থাপন
  19. অন লাইন এমপিও করণ
  20. এনটিআরসিএ এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ
  21. বিনামূল্যের পাঠ্য পুস্তুক বিতরণ

 

বিগত 10 বছরের আর্থ সামজিক উন্নয়ন

  • প্রতিষ্ঠান পর্যায়ে ই-নথি বাস্তবায়ন
  • পেপার লেস অফিস ব্যবস্থাপনা
  • অফিসের সকল কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ
  • শিক্ষা প্রতিষ্ঠান সবুজায়ন করা
  • উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসের নিজস্ব ভবন নির্মান
  • কর্মকর্তা/কর্মচারীগণের জন্য অফিসে নামাজ খানা নির্মাণ
  • শ্রেণী পাঠদানে শিক্ষার্থী-শিক্ষক অনুপাত কমানো
  • নিরাপদ পানিয় জল ও স্যানিটেশন
  • বাল্য বিবাহ সম্পূর্ণ বন্ধ করা
  • কোচিং /প্রাইভেট সম্পূর্ণ বন্ধ করা
  • সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে শিক্ষককে ক্লাশ গ্রহণ
  • সকল শিক্ষকে প্রশিক্ষণ প্রদান
  • শিক্ষার্থীদের সঠিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণ করতে নিরুতসাহিত করা
  • মিড-ডে মিল এর ব্যবস্থা করা
  • প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য প্রতি প্রতিষ্ঠানের র‌্যাম্প এর ব্যাবস্থা করা
  • শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ
  • কর্মমূখী শিক্ষা প্রচলন করা